শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

১২) কবিতা : নি:শব্দে

নি:শব্দে
*******
শ্যামল মন্ডল
------------------
আমি শ্মশ্রু গুম্ফ ধারি বিনোদবিহারী ,
বিদ্যা বুদ্ধি নাই যে ঘটে মেজাজে রাশভারী ।
গাঁয়ের সবাই ভাবে  আমি শান্ত শিষ্ট ছেলে,
কথার মাঝে খেই হারানো এমন ধারায় মেলে।
মনের কোণে দুর্বলতা কেউ যে বোঝে না,
নিজেই জানি নিজের খবর নিজের বেদনা ।
সকাল বিকাল বুদ্ধি তালাশ নেই যে অবকাশ,
যাদের বুদ্ধি তাদের বিকাশ আমি বেহাল  আমিই হতাশ ।
তবুও আমি সবার গর্ব কেমন যেন নিশি পর্ব,
হয়তো ওসব শুধুই ব্যঙ্গ বুদ্ধিহীনের দৃপ্ত খর্ব ।
বাধ্য হয়ে রাশভারী ভার কাঁধেই নিলাম তুলে,
শ্মশ্রু গুম্ফ বিনোদবিহারী সকল কিছুর মূলে ।।

Previous
Next Post »