শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৯) কবিতা : চাষার মিনতি

কবিতা : চাষার মিনতি
********************
কবি: শ্যামল মন্ডল
--------------------------
ইং 16/07/2017
^^^^^^^^^^^^^^^^^
ওরে বর্ষা আর নামিস না ,
অনেক হয়েছে  এবার ক্ষান্ত দে।
কিষাণের মুখে হাসি ফুটেছে,
তাদের ফসল বুনতে দে ।
মাঝে মাঝে নামিস সময় বুঝে থামিস,
সোনার ফসল ফলতে দে ।
বছর বছর মরছে কিষাণ,
কারনটা তুই জানিস!
এবার একটু বাঁচতে দে ।
পাগলপনা এমন বরিষ বানের জলে ভাসিয়ে দিস,
শুধুই করিস ছলনা।
জানিস কিষাণ বাঁচবে না তোকে ছাড়া চলবে না,
তোর ভরসায় থাকে কিষাণ কেন যে তুই বুঝিস না ।
এখনো তো সময়  আছে, একটু যদি বিবেক থাকে,
ফসল ঘরে তুলতে দে।
দেখবি তখন চাষার ঘরে, খুশিতে আর ধরে না,
তোর গুণগান করবে সবাই,
একটু ভেবে দেখনা ।।

Previous
Next Post »