শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৪) কবিতা : অসমাপ্ত

অসমাপ্ত
📞📞📞📞
শ্যামল মন্ডল
⚠⚠⚠⚠⚠
ইং 10/10/2017
🔰🔰🔰🔰🔰🔰
বঙ্গ দেশের বাংলা ভাষী,
সবাই যে মোর মনপিয়াসী।
আমি সেই কারণেই  আগত,
সবারে তাই স্বাগত ।
ইচ্ছে আমার!
হেথায়  আমি লিখে-লিখে
পাতায়-পাতায় ভরিয়ে দিয়ে ,
মনের খাতা বাঁধিয়ে দেব।
ইচ্ছা কি আর পূরন হবে!
সময় যে ভাই হাতছানি দেয়,
মনের কথা মনেই যে রয়,
ভাষা কি তা পাবে?
কলম খানি হাতে নিয়ে ,
তাকিয়ে আছি খাতার পানে,
লিখব কি আর নিজের মনে,
তাকিয়ে আছি সবার পানে।
কেমন তরো বাঙালি ভাই ?
জানতে চেয়েও জবাব যে নাই ,
লিখব কি আর ছাই !
বুদ্ধি যদি থাকেই ঘটে ,
জানিয়ে দিও অকপটে।
নইলে আমি হারিয়ে যাব ,
তেপান্তরের শূন্য মাঠে ।।

Previous
Next Post »