শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

১৭)কবিতা : সুখাসুখ (মধুকর)

সুখাসুখ
*******
শ্যামল মন্ডল
------------------
সুখের নেশা বড়ই নেশা সুখ যে কারে কয়,
সুখের তালাশ করতে গিয়ে জীবন করলে ক্ষয় ।
যেমনই সুখ পাওনা কেন লাগবে ভালো দুদিন,
তার পরেও হন্যে হবে আসবে কবে সুদিন ।গরীব-ধনী রাজা-বাদশা সুখের নেশায় মাতে,
সুখ অসুখের দাওয়াই থাকে সব মানুষের হাতে ।
জগতে নাই এমন মানুষ না পেয়েছে সুখ ,
তবুও তারা পাগল
পারা খুঁজে বেড়ায় সুখ।
জগত মাঝে কেউ কি আছে সুখ রেখেছে বেঁধে?
সুখের নেশা কেটে গেলে দুখের ভারে সব মানুষই কাঁদে।।

Previous
Next Post »