শরৎ এলো
শ্যামল মণ্ডল
বর্ষা গেল শরৎ এলো
লাগল দোলা কাশে ,
আকাশ জুড়ে হেসে হেসে
শ্বেত বলাকা ভাসে।
আগমনীর সুর বেজেছে
গ্রাম শহরের ঘরে,
খালে ঝিলে শাপলা শালুক
সাজে থরে-থরে।
শেফালি, জুঁই, হাসনাহেনা,
টগর, গাঁদা ফুলে,
মৌমাছিরা সকাল দুপুর
উড়ে দুলে দুলে।
পরিযায়ী পাখিরা সব
আসছে দলে দলে,
গাঙের উপর মাছরাঙারা
উড়ে উড়ে চলে।
পাট শুকোতে ব্যস্ত চাষি
খুঁটি বাঁধা বাঁশে,
দুর্গাপুজোর কেনাকাটা
হবে পুজোর মাসে।