শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বিভেদকামী

বিভেদকামী
************
শ‍্যামল মন্ডল
*************
০৯/১২/২০১৮
**************
অন্ধকারে ডুবছে আজি
                        সাধের মানব জাতি ,
আলোয় ভরা জগৎটা যে
                        করছে আতি-পাতি ।
মানব ধর্ম নাই সমাজে
                           জাতের ধর্ম চেনে ,
ধর্ম ছাড়াই জাতের বড়াই
                     করছে আঘাত হেনে ।
এক ধরাতে জন্ম নেওয়া
                           এক ধরাতে বাস ,
একই রঙের রক্ত দেহে
                        এক বাতাসে শ্বাস ।
এক নদীতে এপার ওপার
                         এক নদীতে স্নান ,
মাতৃভাষায় নেই আলাদা
                      নেই আলাদা প্রাণ ।
আপন হতে লাগবে শুধু
                       মিলন ভাইয়ে ভাই ,
খাদ‍্য বস্ত্র বাসের জন‍্য
                               কর্ম শুধু চাই ।
মাথার ঘাম পায়ে ফেলে
                        যাদের জীবন চলে ,
পিছিয়ে তাঁরা এই সমাজে
                          পরছে যাঁতাকলে ।
শিক্ষিত সব বেকার ছেলে
                      বেড়ায় চাকরি খুঁজে ,
তাদের দেখে রাজনেতারা
                         থাকেন চক্ষু বুজে ।
বিভেদকামী বিভেদ ছড়ায়
                                ধর্ম ধুয়া তুলে ,
সুস্থ মনে বিষ প্রয়োগে
                    আপনকে যায় ভুলে ।

Previous
Next Post »