শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৫৫) কবিতা : নলেন গুড়

নলেন গুড়
👻👻👻👻
২০/১২/২০১৭
^^^^^^^^^^^^^
পৌষ মাসের পীঠে-পুলি
পায়েস খেতে চাও ,
লজ্জা ভুলে সদলবলে
গাঁয়ে চলে যাও।
মাসির বাড়ী পিসির বাড়ী
থাকতেও তো পারে ,
নিজের না হোক বন্ধুর হলেও
একই মজা হবে ।
শীতের ভোরে কলসী ভরে
লাগবে রসের মেলা ,
নলেন গুড়ের পায়েস খাবে
রোদের দুপুর বেলা ।
রাতের বেলা পীঠে-পুলি
গরম গরম পাতে ,
নলেন গুড় আর দুধ মেশানো
সরা পীঠে সাথে ।
শহর জুড়ে চলছে এখন
জয়ননগরের মোঁয়া ,
সেথায় তুমি পেতেও পারো
নলেন গুড়ের ছোঁয়া ।
নানান রকম মন্ডা মিঠাই
নলেন গুড়ের গন্ধে
মোদক বাবুর বাড়ছে পসার
সকাল হতে সন্ধে ।।

Previous
Next Post »