শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৫০) হে মানব

হে মানব
🎮🎮🎮🎮
শ্যামল মন্ডল
👂👂👂👂👂👂👂
হে মানব আর কি চাই তোমার ?
ধ্বংসের আর কত পথ বাকি ?
জানি আর বেশী দুরে নাই সেদিন ,
আমার বাসনা পূর্ণ হবে যেদিন
আমি সৃষ্টিকারী ,
তাই বিণাশ আমার  কর্ম নয় ,
তোমরাই হবে তোমাদের বিণাশের কারন
জানি আমিও বিণাশ হবো আমারই
কারনে ,
মানব সৃষ্টি যে আমারই ভুলে ।
সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীব বানিয়েছি যাদের ,
তারাই আজ ধ্বংসের কারিগর।
বড় আশা ছিল মনে ,
ভরিয়ে দেব এ ধরা মানবের কল্যানে ,
কিসের অভাব তোমাদের বলতে পারো ?
সবই তো দিয়েছি উজাড় করে ,
কিন্তু কি পেলাম বলতে পারো ?
পারবে না কারন তোমরা উন্নত মস্তিকের জীব ,
নিজের মতো করে তৈরী করেছো নিজের চলার পথ ,
আর আমি হয়েছি ব্যর্থ মনোরথ ।
দুস্চরিত্র সন্তানের জন্য মায়ের যন্ত্রনা
কেমন তা মা ছাড়া কেউ কি বোঝে ?
না বোঝে না ,
সে যে অব্যক্ত জ্বালা ।।

Previous
Next Post »