শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৬১) কবিতা : কবি

কবি
⛹⛹
শ্যামল মন্ডল
🐧🐧🐧🐧
৩০/১২/২০১৭
************
ছন্দ যেথা হারিয়ে যায়
                 গদ্য সেথা আসর জমায় ,
কান্ত সভায় শান্ত থাকা
                         কবির কাম্য নয় ।
কাব্য গাঁথা কবির হৃদয়
                        বন্য ফুলের আল্পনা ,
মনশ্চক্ষ জগৎ মাঝে
                       করেন নানান কল্পনা।
বাঁধন যেথায় আলগা মেলে
                     কলম চলে স্বয়ং তালে
সমাজটাকে বদলে দিতে
            জন্ম কবির বইয়ের ভালে ,
ছন্দ সেথা স্বনিয়মেই
                     কাব্য মালার জন্ম হয় ,
বন্ধ মনের দরজা খুলে
                    জগৎটা হয় ছন্দময় ।।

Previous
Next Post »