শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৫১) কবিতা : ঘুষ

ঘুষ
👐👐👐👐👐
শ্যামল মন্ডল
@@@@@@
বৌয়ের  আমার বায়না দেখে ঘুরছে মাথা হায় !
মাসকাবারি মাইনে পেয়েও উপরি পাওনা চায় ।
বোঝাই তারে বারেবারে , আমার কথা শোন ,
মাইনে কত সবই জানতে প্রশ্ন ছিল কোন ?
হবুবরের বড়াই করে আত্মহারা ছিলে ,
মেধাবী  আর চাকুরে ছেলে এমন বর কি মেলে ।
তোমার বাবার অনেক টাকা তাইতো  আমায় পেলে ,
বিশ লাখেতেই রাজি হওয়া সেদিন ভুলে গেলে ?
আর কিছুদিন সবুর করো প্রমোশনটা পাই ,
উপরি কামাই করতে গেলে সময় আসা চাই ।
চোরের দলে নাম লেখানো  অতই সোজা নয় ,
সবাই কি আর করছে চুরি সৎলোক ও যে হয়।।

Previous
Next Post »