শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৫২) কবিতা : নবান্নের সুবাস

নবান্ন
🍜🍜🍜🍜🍜
শ্যামল মন্ডল
^^^^^^^^^^^^
০৭/১১/২০১৭
নতুন ধানের ঝাড়াই মাড়াই
                            চলছে ওদের বাড়ি ,
স্বর্ণ রঙিন উঠান তাদের উঠছে গোলা ভরি ।
বাড়ীটার ছোট ছেলে আমার বিশু দাদা ,
ন্যাওটা ছিলাম ঐ বাড়িতে যাওয়া আসা সদা।
ক্ষেত মজুরের ছেলে  আমি জমি জিরেত নাই,
অঘ্রানের নবান্নে ওদের   বাড়ি আমার যাওয়া চাই ।
বর্মন বাড়ির মালতী পিসি খুবই ভালো বাসে ,
নবান্নের এই খুশির দিনে খবর দিতে  আসে ।
মিলির মা যে মিষ্টি কাকি আদর করে ডাকে ,
মিলি বোন দড়ে এসে বলে মা ডেকেছে তোকে । 
ওদের বাড়ি নবান্নের সুবাস ছেড়েছে ,
পিঠে পুলি ক্ষীরের পায়েস সবই হয়েছে ।।

Previous
Next Post »