শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৪৬) করিম খুড়ো


করিম খুড়ো
💔💔💔💔
শ্যামল মন্ডল
📌📌📌📌
১০/১২/২০১৭
■■■■■■■■
পাশের বাড়ির করিম খুড়ো
                        কাশছে বেদম হেঁকে,
হঠাৎ করে ঠান্ডা লেগে
                          কফ জমেছে বুকে ।

ঘড়র ঘড়র শব্দ বাজে
                          ফুঁকছে বাঁশি নাকে,
পরশীরা সব ঘাপটি মেরে
                          খুড়োর দশা দেখে।

খুড়োর ঘরে খড়ের চালা
                            পচা বাঁশের খুটি ,
পাটকাঠিতে বেড়ার বাঁধন
                            সকল গেছে টুটি।

বেড়ার ফাঁকে ঠান্ডা হাওয়া
                       ঢুকছে খুড়োর ঘরে ,
শীতের রাতের ঠান্ডা লেগে
                       খুড়োর কাশি বাড়ে।

কর্মসূত্রে খুড়োর ছেলে
                         সদর ঘাটে  থাকে ,
সারাটা দিন রিক্সা টানা
                        কর্ম নিয়েই থাকে ।

খুড়ির আবার বাতের ব্যামো
                             নড়ার সাধ্যি নাই ,
দুদিন ধরে ধৈর্য হেরে
                           খুড়োর বাড়ি যাই

দেখছি খুড়ো দাওয়ায় বসে
                           টানছে বিড়ি সুখে ,
ষাট পেরনো খুড়োর দশা
                        দেখছি মনের দুখে ।

আমায় দেখে বলছে খুড়ো
                           বিড়ি এনে দেবে ?
ছেলে যখন আসবে বাড়ি
                         তখন টাকা পাবে ।
কাশির মাঝে বিরাম নিয়ে
                        আবার খুড়ো কয় ,
ছেলেটা যে আসবে কবে তড় যে না আর সয়।।

Previous
Next Post »