শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : ফূলের কুঁড়ি

ফুলের কুঁড়ি
💐💐💐💐
শ্যামল মন্ডল
২৮/১২/২০১৭
^^^^^^^^^^^^^^
বছর শেষের হিসেব নিকেশ
                     না করলে কি নয় ?
পাপের বোঝার রাখতে হিসাব
                     সবাই করে ভয়।
কি আর হবে হিসাব রেখে
                    বছর চলে গেলে।
থাকতে সময় নজর দিলে
                    বিয়োগ ফল কি মেলে !
বছর বছর নতুন বছর
                    আসবে ফুলে ফলে ,
শুরুতেই তার ছিঁড়বে কুঁড়ি
                     যতন সেবা ভুলে ।
কুঁড়ি দেখে ফুলের ছবি
                    লোভীর চোখে হাসে ,
ফলের আশা দূরাশাতে
                   ফুল যে রক্তে ভাসে ।
মানব কুলের মাঝেই থাকে                
                   শয়তানেরই বাস ,
নতুন বছর করবে আশা
                   দৈত্য দানব নাশ।
নতুন বছর নতুন দিনে
                   করবে সবে পণ ,
কুঁড়ি কিংবা ফুল বাঁচাতে
                   দিতেও পারো জান ।।

Previous
Next Post »