নিতেই হবে ছুটি
-শ্যামল মণ্ডল
থাকবে ক'দিন এ দুনিয়ায়
তা জানা নেই কারো ,
মানব জনম নিলেই যখন
অহংকারী ছাড়ো।
যতই তুমি হওনা লোভী
অধিক বিত্তশালী ,
হঠাৎ করেই হারিয়ে যাবে
ঘরও হবে খালি।
শ্মশানঘাটে হবে রে ছাই
কেউ বা দেবে মাটি,
শূণ্য হাতে আসা যাওয়া
এই কথাটাই খাঁটি।
পশুপাখি কীটপতঙ্গ
বিশ্ববাসী সবাই ,
অহংবোধে কেন করো
অবোধ জীবের জবাই।
জাতির বড়াই হিংসে লড়াই
কীসের জন্য ভাইরে,
গরীবের ধন লুঠ করেও
কোন যে লাভ নাই রে।
বাঁচার জন্য দুমুঠো ভাত
কিংবা দুটো রুটি,
খেতে খেতে দিন ফুরাবে
নিতেই হবে ছুটি।