চাষির ধর্ম
শ্যামল মণ্ডল
জমিতে চাষ হয় বারোমাস ,
ফসল ফলায় চাষি,
সেই চাষিদের আমরা কি কেউ
সত্যিই ভালোবাসি?
বন্যা খরায় নষ্ট ফসল
সত্য শুধুই কর্মে,
চাষিদের চাষ আত্মজ তাই
চাষ করা হয় ধর্মে।
কাদামাটির গন্ধ মেখে
ওদের জীবন সুখী,
শতছিন্ন বস্ত্র পড়েও
হয় না ওরা দুঃখী।
রক্ত ঘামের যে ফসলে
আমরা দেহ গড়ি,
শহরবাসী বাবুর বেশে
তাঁদের ছাঁটাই করি।