চাষির ধর্ম
শ্যামল মণ্ডল
জমিতে চাষ হয় বারোমাস ,
ফসল ফলায় চাষি,
সেই চাষিদের আমরা কি কেউ
সত্যিই ভালোবাসি?
বন্যা খরায় নষ্ট ফসল
সত্য শুধুই কর্মে,
চাষিদের চাষ আত্মজ তাই
চাষ করা হয় ধর্মে।
কাদামাটির গন্ধ মেখে
ওদের জীবন সুখী,
শতছিন্ন বস্ত্র পড়েও
হয় না ওরা দুঃখী।
রক্ত ঘামের যে ফসলে
আমরা দেহ গড়ি,
শহরবাসী বাবুর বেশে
তাঁদের ছাঁটাই করি।
Related Post
Shyamal Mondal - ঢাক বাজে ঢাক বাজে,,,,,,,,,,,,,,, ঢ্যাং কুরাকুর ঢাক বাজে, বাজে কাঁসর ঘন্টা,দূর্গা মা যে আসছে আবার,
বিড়ম্বনা।। শ্যামল মণ্ডল বিড়ম্বনা
শ্যামল মণ্ডল
************
২৬/০৬/২০২০
বেকার যদি চাকরি খুঁজে
&nbs
গিন্নি - শ্যামল মণ্ডল গিন্নি
শ্যামল মণ্ডল
***********
ইনি হলেন গিন্নি আমার
&nbs
পাখির ছানা ও মা । শ্যামল মণ্ডল পাখির ছানা ও মা ****************✍️শ্যামল মণ্ডল✍️*************পূবের আকাশ পশ্চিমে যায় &n
শিরোনাম নাইবিক্ষিপ্ত মনে'তে ছড়া লিখি যে কেমনেনিরন্ন অপেক্ষা শুধু সাধের ভূবনে
চাষির ব্যথা - শ্যামল মণ্ডল চাষির ব্যথা ********* ও চাষি ভাই ও চাষি ভাই তোমরা কেমন আছো?আমরা থাকি পেটে ভাতে তোমরা যদি