বিজয়া
শ্যামল মণ্ডল
***********
মহিষাসুর বধ করে মা
ফিরল আবার কৈলাশে,
হাফ-ছেড়ে মা বসল গিয়ে
বিশ্বনাথের বামপাশে।
দুচোখে জল মায়ের দিকে
যেই তাকালো বোমভোলে,
ক্রোধান্বিত ভোলেবাবার
জটায় জটায় ঝড় তোলে।
মর্ত্যধামে দুদিন থেকেই
ফিরলে কেন এই ভোরে,
মা কেঁদে কয় ভুল করেছি
একটা অসুর বধ করে।
রাক্ষসাসুর থাকলো বেচে
কম করেও একশত,
আর দুটো দিন সময় পেলে
সব অসুর'ই বধ হত।