শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : আমার গাঁয়ের হাট

আমার গাঁয়ে হাট বসেছে
**********************
শ‍্যামল মন্ডল
************
০৫/১২/২০১৮
**************
আমার গাঁ'য়ে হাট বসেছে
                           সব্জী ভ'রে ডালা ,
কঞ্চি বেড়ার মুদির দোকান
                        ছোট্ট খড়ের চালা ।
চিঁংড়ি পুঁটি খয়রা পাঙ্গাস
                      ট‍্যাংরা কই'য়ের ঝুড়ি ,
বস্তা ভরে গাঁয়ের বুড়ি
                         বেচছে ভাজা মুড়ি ।
গর্ত খুঁড়ে উনুন গড়ে
                       চলছে পাঁপড় ভাজা ,
আখের গুড়ের গুড় বাদামে
                        সঙ্গে তিলের খাজা ।
ময়রা বসে চিনির রসে
                            দিচ্ছে কড়া পাক ,
জিলিপি আর মণ্ডা মিঠাই
                      রাখছে থাক এ থাক ।
চট বিছিয়ে গুড় পাটালি
                        নলেন গুড়ের হাঁড়ি ,
বেচাকেনার শেষে সবাই
                     ফিরছে যে-যার বাড়ি ।
            (©শ‍্যামল মন্ডল)

Previous
Next Post »