বোকার দশা
***********
শ্যামল মন্ডল
************
০২/১২/২০১৮
*************
বোকায় করছে সবই কাজ ,
কভু করছে না সে লাজ ।
তুমি বলবে তাকে যা ,
সেতো করবে হেসে তা ।
সে যে সব কাজেতে থাকে ,
তাই পড়ছে নানা পাঁকে ।
সে যে সদাই গালি খায় ,
তাতে কার পড়েছে দায় ।
তাই সবাই থাকে সরে
আর বোকায় খেটে মরে ,
আর একটা কথা আছে ,
আজ জানাই সবার কাছে।
বাঘে করছে হরিণ শিকার ,
আর করছে শিয়াল সাবাড় ।
তেমন চালাক লোটে ফায়দা ,
আর বোকায় খুঁজে কায়দা ।
তার কোন জনমের পাপে ,
সে আজ জ্বলছে দুঃখ তাপে ।
তাই তো দেখি এমন দশা তার ,
জীবনটা সে করলো খেটে পার ।
(©শ্যামল মন্ডল)
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)