শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : তাঁতির কল

তাঁতির কল
***********
শ‍্যামল মন্ডল
************

নানান রঙে রাঙিয়ে দেওয়া
                    হাজার সুতোয় টানা ,
রঙিন সুতোয় ববিন ভরে
                     গড়ছে নরাজ খানা ।
ভরছে নলী চরকা দিয়ে
                     রাখছে হাঁড়ির জলে ,
এক এক করে উঠছে গিয়ে
                       তাঁতির বাঁধা কলে ।
তাঁতের কাপড় বুনছে তাঁতি
                          টানছে দড়ি হাতে,
টাকুর টুকুর  চলছে মাকু 
                      তাল মিলিয়ে তাতে ।
সাজিয়ে সুতো রাখছে শানা
                       মুঠ-কাঠে তা চাপে ,
নরাজ ধীরে ছাড়ছে সুতো
                      কোল-নরাজে মাপে ।
কখন হবে একটা শাড়ি
                         টানছে তাড়াতাড়ি ,
বেতাল টানে ছিঁড়ছে সুতো
                      নয়তো বোনা শাড়ি ।

Previous
Next Post »