শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা: আসল নকল

আসল-নকল
************
©শ‍্যামল মন্ডল
*************
১৭/১২/২০১৮
*************
আসল-নকল যায়না চেনা
                       রূপের বিচার ক'রে ,
গিরগিটিও রূপের ফাঁদে
                     শিকারকে নেয় ধ'রে ।
পিতল দিয়ে গয়না গ'ড়ে
                       হয়না তো-তা সোনা , 
কষ্টিতে তা করলে পরখ
                   মিলবে কেমন সোনা ।
ছল-চাতুরী আড়াল করে
                          মিষ্টি কথা ব'লে ,
নকল সকল আসল রূপে
                       বাজারে যায় চ'লে ।
অসজ্জনের মিথ‍্যা-জালে
                      সজ্জনই তো ফাঁসে ,
সুধীজনের বিপদ-কালে
                          দুষ্টজনেই হাসে ।
অসত‍্যে আজ ভ'রছে সমাজ
                       সত‍্যের দেখা নাই ,
রূপের কদর করছি ব'লেই
                     গুণকে ভুলে যাই ।
আসল-নকল চিনতে হ'লে
                     চাই জহুরীর দৃষ্টি ,
গুণের কদর বুঝতে লাগে
                বিবেক বোধ ও কৃষ্টি।

Previous
Next Post »