শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : গ্রামের হেমন্ত

গ্রামের হেমন্ত
************
শ‍্যামল মন্ডল
************
১৭/১২/২০১৮
**************
মিষ্টি রোদে হীমেল হাওয়ায়
                       ঘুচিয়ে সকল কালো ,
ঘাসের ডগায় শিশির কণায়
                   জ্বালায় প্রভাত আলো ।
নানান রঙের বর্ণমালায়
                  সাজলো ফুলের বাগান ,
শিশির কণার আলোক মালায়      
                      জাগায় প্রানের গান ।
বাগান ভরা কাঞ্চনে আর
                        বকুল ফুলের মালা ।
সকাল বেলায় গন্ধরাজে
                      জুড়ায় মনের জ্বালা ।
নতুন ধানের পীঠে-পুলি
                               নবান্নেরই ঘ্রাণ,
উঠোন ধারে খড় বিচালী
                         গোলায় ভরা ধান ।
ধানের ক্ষেতে চলছে এখন
                    পাখ-পাখালির মেলা ,
মাঠে মাঠে দুলছে হাওয়ায়
                        সর্ষে ফুলের ভেলা ।

Previous
Next Post »