বিশুদাদা
**********
শ্যামল মন্ডল
************
২০/১২/২০১৮
*************
আমাদের বিশু দাদা
ডানপিটে চঞ্চল ,
লুকো-চুরির মাস্টার
জানে সারা অঞ্চল ।
লিলিপুট দলে সে
হয়ে দল নেতা ,
অদেখাই থেকে যায়
কোথা নেই কেতা ।
গাছে গাছে চলে তার
অবাধে যাতায়াত ,
বাঁদরেও কোন-ছাড়
সবে তার বাজিমাত ।
এক লাফে গাছে চ'ড়ে
টুপটাপ পাড়ে আম ,
গামছার থলি ভ'রে
টসটসে কালো জাম ।
দেখে যদি কচি তালে
কাঁদি ঝুলে আছে ,
তরতর গাছ বেয়ে
ওঠে তাল গাছে ।
আগে ভাগে বিশুদাদা
করে নেয় সন্ধি ,
মালিকের তাড়া খেলে
হয়ে যাবে বন্দি ।
দলবল নিয়ে সাথে
একদিন দুপুরে ,
আম খেতে উঠে দাদা
ডাল ভেঙ্গে পুকুরে ।
খটখটে পুকুরে
পড়ে গেল যেই ,
ধরাধরি করে সবে
দেখে হুশ নেই ।
ডাক্তারে দেখে বলে
কেস বড়ো জন্ডিস ,
একটু হের-ফেরে
হয়ে যেত ফিনিশ ।
দুই পা ভেঙ্গে গিয়ে
করে প্রাণ ভিক্ষা ,
বাঁদরামো ছেড়ে দেবে
পেল এই শিক্ষা ।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)