শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা: মদ‍্যপান

মদ‍্যপান
********
শ‍্যামল মন্ডল
************
০৮/১২/২০১৮
**************
মদ সুরাতে তফাৎ যখন নাই
মদ‍্যপানে দোষ দেখি না তাই ,
এক জমানায় উঠতো সুরা
                      রাজ ঋষিদের হাতে ,
এই জমানায় মদ‍্য নামে
                        চলছে যুবার সাথে ।
দেশ বিদেশের নানান রঙে
                             রঙ বাহারী মদ ,
চাট মশালা চপের দোকান
                         ভাজছে নানা পদ ।
যুব সমাজ কর্ম বিমুখ ভাই ,
মদ‍্যপানে দোষ দেখি না তাই।
পদ‍্য জীবন গদ‍্য ক'রে
                          মদ‍্য নেশায় উড়ে ,
কর্ম ফেলে যুবার দলে
                           ফিরছে ঘুরে ঘুরে ।
ঘরের সবাই উপোস করে
                        চালের যোগান নাই ,
ঘটি বাটি বেচে যুবার
                         মদের বোতল চাই ।
নেশায় পড়ে হচ্ছে হৃদয় ছাই ,
মদ‍্যপানে দোষ দেখি না তাই।।

Previous
Next Post »