শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : হায়রে ঠগী

হায়রে ঠগী
***********
শ‍্যামল মন্ডল
**********
৩০/১১/২০১৮
*************
এসমাজ ঠগবাজে ভরে গেছে   
                   সততা নিয়েছে বিদায় ,
কারচুপি জালিয়াতি ভরে গেছে
                      রাহাজানি শঠতায় ।
ঠগবাজ সমাজে ঠগী যারা
                            বাড়ে ধনে মানে ,
সততার সহজাতে থেকে যায়
                       বুক বেঁধে পাষাণে ।
বেঁচে থাকার জ‍ন‍্য চাই
                            ভাত সব্জী রুটি , 
ঘরের জন‍্য মুলিবাঁশ খড়
                            শক্ত বাঁশের খুঁটি।
হোক না পুরনো যত বছরের
                              শুধুই বসন চাই ,
জাতহীন সুস্থ  সমাজ ব‍্যতীত
                   আর তো চাওয়ার নাই ।
হঠাৎ একদিন বিদায় নিয়ে
                       চলে যাবে নীলিমায় ,
ধীরে ধীরে চাওয়া শেষে
                             সবাই ভুলে যায়।
হায়রে কার ক'দিনের জীবন
                         কেই বা তা জানে !
স্বার্থ তাগিদে একে অপরের প্রতি
                  কেন যে আঘাত হানে ।

Previous
Next Post »