শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

মোবাইল রোগ

মোবাইল রোগ
*************
শ‍্যামল মন্ডল
************
২৭/১১/২০১৮
**************
করছি দাবী বাপের কাছে
মোবাইল চাই মোবাইল চাই ,
মোবাইল দিয়ে দেখবো আমি
জগৎটাই জগৎটাই,
মোবাইল ছাড়া চলবে না
পড়াশুনা করবো না ,
পড়তে যাওয়া ফালতু কাজ
পড়তে যাওয়া ভালো না ,
বাপের পয়সা উড়িয়ে যাবো
ফেসবুক আমি চালিয়ে যাবো ,
ফেসবুকেতে বড়োই মজা
বন্ধু কতো গজা ভজা
ওরা সবাই বন্ধু হবে ।
সকাল দুপুর সন্ধ‍্যা রাতে
থাকবো আমি মোবাইল হাতে ,
খেলাধুলা করবো না
আর কারোর বাড়ি যাবো না ,
সুর্যের আলো গরম বেশি
মোবাইলে ঠান্ডা আলো ,
মাঠের খেলা বাজে খেলা
মোবাইল গেমই ভালো ।
(দয়া করে মিষ্টি শিশুদের হাতে মোবাইল দেবেন না )

Previous
Next Post »