শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বেসুরো গান

বেসুরো গান
***********
শ‍্যামল মন্ডল
************
আমার মন ভাঙে
এই ক্ষণে গো
এই ক্ষণে ,
আমার পূণ‍্য করার ফল মিলেছে
মনে মনে ।
অসৎ কাজের সাহস আমার
নাই বুকে ,
তাই তো বেড়াই সঠিক পথে
তাল ঠুকে ।
চারদিকে যে গোলক ধাঁধাঁ
যায় দেখা ,
তাতে এ মন হারিয়ে দিলে
যায় শেখা ।
অসৎ পথে চলছে কেমন
খোসমেজাজে ।
বেসুরো সব শব্দ গুলো
কাণে বাজে ।
নানান পথে ছড়িয়ে আছে
নানান কাঁটা ,
ও পথে কি নরম পায়ে
যায় হাটা ।
  ©শ‍্যামল মন্ডল

Previous
Next Post »