শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : সান্তনা

সান্তনা
*******
শ‍্যামল মন্ডল
************
২১/১১/২০১৮
**************
সান্তনা দেয় সান্তনা
               আগে তো সে জানতো না ,
অনেক ক'রে জল্পনা
                        বলছে সবই কল্পনা ।
জীবন নাকি খুবই মধুর
                      ছড়ায় রঙিন আল্পনা !
বাস্তবে তা এতই কঠিন
                        কিছুই যেন অল্প না ।
দুঃখ পাহাড় বরফ জমা
                     ভগ্ন হওয়া হৃদয় খানা ,
রুক্ষ মনের সুক্ষ বিচার
                   গভির ক্ষতে দাগ টানা ।
মন্ত্রণা যে হয় যন্ত্রণা
                     সান্তনা তা মানতো না ,
জানতো এসব তন্ত্র না
                   তবুও কথা শুনতো না ।
ধন্দ নিয়ে মন্দ দিয়ে
                          ছন্দ বাঁধা যায় না ,
তাই তো শেষে সান্তনা
                       শান্তি খুঁজে পায় না ।

Previous
Next Post »