শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : চাষার ব‍্যাটা

চাষার ব‍্যাটা
***********
শ‍্যামল মন্ডল
*************
০৪/১১/২০১৮
**************
গাঁয়ের মোড়ল বলছে হেঁকে
                   শোন রে চাষার পোলা ,
সাত সকালে যাস রে কোথা
                     কাঁধে কিসের ঝোলা ?
চাষার ছেলে দাঁড়িয়ে বলে
                           শুনুন বাবু মশাই ,
রোজ সকালে ব‍্যাগ ঝুলিয়ে       
                         পাঠশালাতে যাই ।
চাষার ব‍্যাটার সাধ হয়েছে
                           করতে লেখাপড়া !
করবে না চাষ কেমন কথা    
                         আজগুবি তে ভরা ‌!
আরে যা না রে তুই চাষার বেটা     
                            করগে মাঠে চাষ ,
বাপ দাদাদের কর্ম ছাড়ার
                       সাহস কোথায় পাস ?
কান্না দেখ চাষার বেটার
                   ন‍্যাকামো আর ধরে না ,
বলে কিনা ! করবে পড়া
                   চাষের কাজে যাবে না ।
লেখাপড়া নয় রে সোজা
                       নয় রে চাষার কাজ ,
চাষার ঘরে চাষার জন্ম
                       করিস কেন লাজ ।
চাষার বেটা বলছে এবার
                             মাথা উচু করে ,
লেখাপড়া শিখবো এবার
                      বাঁচবো লড়াই করে ।
লাজ নয়গো বাবুমশাই
                        করবো লেখাপড়া ,
আমরা যাবো পাঠশালাতে
                       শিখবো লেখাপড়া ।
আমরা চাষা থাকবো না আর
                             চাষি হতে চাই  ,
যতই বাঁধা আসুক তাতে
                           কোন দ়ুঃখ নাই ।

Previous
Next Post »