শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বাঁধন

বাঁধন
*******
শ‍্যামল মন্ভল
*************
১৫/১১/২০১৮
*************
নিত‍্য মাশুল গুনছি আমি
                    ফেঁসে প্রেমের জালে ,
গাছের গোড়ায় রেখে আমায়    
                       চলছো ডালে ডালে ।
কোন সুতোতে বোনা এ জাল
                    কেমন প‍্যাঁচের বাঁধন ,
না জানি কোন প্রেমের রসে
                        ভাসিয়ে নিলে মন ।
কুল হারিয়ে প্রেম সাগরে
                              যাচ্ছি ডুবে হায় ,
্পুবের থেকে পশ্চিমে আজ
                   চলছি জোয়ার ভাটায় ।
একটু যদি আলগা হোত
                      কবেই মুক্তি পেতাম ,
গহীন বনে পথ হারিয়ে
                  কোথাও চলে যেতাম ।

Previous
Next Post »