শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : পরবাসীর উৎসব

পরবাসীর উৎসব
****************
শ‍্যামল মন্ডল
*************
২০/১১/২০১৮
*************
আমার বাড়ি নবদ্বীপে
                            চৈতন‍্যের ধামে ,
আকাশ বাতাস ভরে থাকে
                           হরে কৃষ্ণ নামে ।
আমার স্বজন আসছে বাড়ি
                     দেখতে এবার রাস ,
দূরে থেকে ক‍্যামনে মেটাই
                     তাদের মনের আশ !
কাজের চাপে ছুটি নেবার
                              সময় দিল না ,
এক এক করে পুজো গেল
                            মালুম ছিল না ।
মন ভারি তাই বাতাস ভারি
                    কি আর বলো করি !
কাজের কাছে মনকে সঁপে
                   কাজেই লেগে পড়ি ।
আমার মতো লক্ষ জনে
                     এমন করেই আছে ,
শিল্প গড়ার কর্ম নিয়ে
                       এমন করেই বাঁচে ।

Previous
Next Post »