শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা:কিসের জন‍্য

কিসের জন‍্য
************
শ‍্যামল মন্ডল
************
২৪/১১/২০১৮
*************
হায়রে মানুষ বুঝবে কবে
                          মানুষ সবার সেরা ,
কিসের তরে সভ‍্য হ'লো
                      বাঁধলো ঘরের বেড়া !
দুবেলা চাই খাবার যোগান
                              দেহের পরিধান ,
সঠিক কর্ম সঠিক পথে
                           বজায় রাখা মান ।
এর চেয়ে আর অধিক বলো
                          কিসের প্রয়োজন ,
একদিন তো ছাড়তে হবে
                          সকল আয়োজন ।
হায়রে মানুষ তবু কেন
                             ঠগবাজীতে পটু ,
মুখের ভাষায় কেন ছড়ায়
                                 গন্ধ পঁচা কটু ।
সবল কেন আঘাত করে    
                       কমজোরিদের ঘাড়ে ,
স্মরণ রেখো যেতেই হবে 
                            সপ্ত সাগর পাড়ে ।

Previous
Next Post »