একই রঙে রাঙা
****************
শ্যামল মন্ডল
*************
১৪/১১/২০১৮
**************
তোমার রক্ত আমার রক্ত
একই রঙে রাঙা ,
যতই চেষ্টা করো না কেন
যায় না এ রঙ ভাঙা ।
তোমার দেহের অস্থি চর্ম
আমার মতোই আছে ,
জন্ম মৃত্যু একই নিয়ম
সকল জীবের কাছে ।
তবু কেন করছো লড়াই
জাত বিজাতে মেতে ,
গরিব ঘরে দেখছে না কেউ
পাচ্ছে কিনা খেতে ।
রাজনীতি আজ চলছে ভালো
ধর্ম দোহাই তুলে ,
মানব জনম অমূল্য ধন
যাচ্ছে সবাই ভুলে ।
মানব সেবায় জগৎ সভায়
ধর্ম হ'ল সৃষ্টি ,
তার উপরে পড়লো নজর
জাত বিজাতের দৃষ্টি ।
ঘরে যদি খাদ্য না রয়
থাকবে খালি পেটে
হিংসা তোমায় ছাড়তে হবে
বাঁচতে হবে খেটে।
আমার ভারত তোমার ভারত
আমরা ভারত বাসী ,
জাতের লড়াই ছেড়ে চলো
ধর্ম ভালোবাসি ।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)