কলম
******
শ্যামল মন্ডল
************
২৫/১১/২০১৮
**************
কলম চলে উচ্চ শিরে
সঙ্গে নিয়ে বল ,
থমকে যাওয়া নেই যে ধাতে
সয় না কোন ছল ।
হাত থামালে গর্জে উঠে
আঙুল টেনে ধরে ,
লিখতে থাকে আপন মনে
সমাজ সেবার তরে ।
স্বার্থান্বেসী খুঁজে খুঁজে
বিবেক তীরের ফলায় ,
কঠিন স্বরে বিদ্ধ ক'রে
মানব সমাজ চালায় ।
পাতায় পাতায় লিখে চলে
নিজের মনের ভাষা ,
অন্ধকারে আলো জ্বেলে
জাগায় ভালোবাসা ।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)