শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : নব তান

হঠাৎ কেন থেমে গেলে
                    কোন বকুলের গন্ধে ,
পথের ধারে দাড়িয়ে কেন
                       সকাল হতে সন্ধে ।
কোন ভ্রমরের আশায় থেকে
                       আপন ভুলে গেছো,

যা গেছে তা যাক না চলে
                         পুরনো যাও ভুলে ,
আমার হাতের গোলাপ খানি
                    নাও গো হাতে তুলে ।
ভ্রমর আমি নাইবা হলাম
                    কি আসে যায় তাতে ,
থাকবো আমি আগের মতোই
                       সারা জীবন সাথে ।
তোমার চোখের রঙিন স্বপ্ন
                         হয়তো বৃথা যাবে ,
স্বপ্ন ভাঙা হৃদয় তবু
                    আমায় কাছে পাবে ।
আর থেক না মুখ ফিরিয়ে
                         একটু কথা বলো ,
তোমার আমার স্বপ্ন নিয়ে
                      এবার ফিরে চলো ।
গাইবো আবার নতুন করে
                          প্রেমের জয়গান ,
গাঁথবো মালা মনের মাঝে
                         বাঁধবো নব তান ।
              ©শ‍্যামল মন্ডল

Previous
Next Post »