শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : চাষি

চাষি
******
শ‍্যামল মন্ডল
************৮৮
৩০/১০/২০১৮
***************
চাষি দেখ চলছে ক্ষেতে
                        গামছা কাঁধে করে ,
লক্ষ জনের খাদ‍্য জোগায়
                     কোন ভাবনায় পড়ে ।
বাদল দিনে লাঙল চালায়
                             নয়ন ভরে সুখে ,
বন‍্যা হলে চাষির ঘরে
                             নয়ন ভরে দুখে ।
ঊষর মাঠে ধূসর রোদে
                            চামড়া পুড়ে ছাই,
তবু চাষির লড়াই চলে
                        সোনার ফসল চাই ।
নাই বা রইলো তাদের ঘরে
                   জোগান কাপড় ভাতে ,
উঠলে ফসল দুদিন তরে
                        উঠবে তারা জাতে ।

Previous
Next Post »