শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : মা লক্ষ্মী

মা লক্ষ্মী
*************
শ‍্যামল মন্ডল
************
২৪/১০/২০১৮
**************
মাগো তুমি সমান ভাবে
                      ভাগ করে দাও ধন ,
সবার ঘরে আসুক ফিরে
                    তোমার লক্ষ্মী ধন ।
কেউ যেন আর পেটের জ্বালা
                    দুর্ভোগে না ভোগে ,
সবার শরীর থাকে যেন
                        সর্বদা নীরোগে ।
সবার ঘরে নারী রূপে
                    বিরাজ করো তুমি ,
তোমার গর্ভে জন্ম জীবে
                          ধন‍্য মর্ত‍্য ভূমি ।
তবু কেন বিভেদ করো
                         গরীব ধনবান ,
অর্ধাহারী অনাহারী ভিক্ষাজীবি
                   কেউ বা বলবান ।
এবার মাগো জাগ্রত হও
                      মুক্ত করো হাত ,
সবাই যেন থাকে সুখে
               থাকে কাপড় ভাত ।

Previous
Next Post »