শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : তিতলি

তিতলি
********
শ‍্যামল মন্ডল
*************
১৩/১০/২০১৮
*************
তিতলি রে তিতলি
                   আসিস নে আর ধেয়ে ,
সবাই জানে দুষ্টু  রে তুই
                         মিষ্টি সোনা মেয়ে ।
তিতলি নামে প্রজাপতি
                      ফুল বাগিচায় ওড়ে ,
শারদ প্রাতে তোর নামে
             দেশ উঠলো কেঁপে ঝড়ে ।

ছোট্ট ফুলের কুঁড়ি দেখে
                       লালসা যাদের হয় ,
সভ‍্য সমাজ বাঁচিয়ে রাখার
                          যোগ‍্য তারা  নয় ।
পারিস যদি বেছে বেছে
                          তাদের সাজা দে ,
গরিব চাষি মৎস‍্যজীবি
                         ওদের ছেড়ে দে ।

ঝড়ের গতি থামিয়ে দিয়ে
                              বৃষ্টি দিয়ে যা ,
বৃষ্টি ভেজা এই শরতে
                         আসুক দুর্গা মা ।
মায়ের কাছে করবি এসে
                            দু:খ নিবেদন ,
অসুর নিধন করতে মায়ের
                          মর্ত‍্যে আগমন ।

এই কারণে তিতলি রে তুই
               আসিস না আর ধেয়ে ,
আমরা জানি তুই আমাদের
                    লক্ষী সোনা মেয়ে ।

Previous
Next Post »