শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : অভাবী

অভাবী
*******
শ‍্যামল মন্ডল
************
২৮/১০/২০১৮
**************
অভাব চলে সঙ্গে নিয়ে
                     লাঞ্ছনা আর বঞ্চনা ,
বাঁচিয়ে রাখে সারা জীবন
                       সঙ্গে দিয়ে কল্পনা ।
প্রেমের দিশা শুকনো পাতা
                        ফসিল থেকে যায় ,
বন্ধুরা সব একেক করে
                            দুরে সরে যায় ।
মধ‍্য রাতে স্বপ্ন দেখে
                            এই ধরাধাম তার ,
সকাল থেকে দিনের শেষে
                           স্বপ্ন খুঁজেই পার ।
ধনী হলেই হয় সে বাবু
                           নয় তো বলীয়ান ,
অভাবী হয় তাদের চাকর
                       নয় তো দারোয়ান ।
কথায় রাখে বিষ ঝড়িয়ে
                           কথায় মারে বাণ ,
অভাবী থাকে দুখ লুকিয়ে
                        বাঁচিয়ে রাখে মান ।
               ©শ‍্যামল মন্ডল

Previous
Next Post »