শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

পথবাসি ******** শ‍্যামল মন্ডল ০২/১০/২০১৮ ************** সে যে পথের ধারে থাকে পথই যে তার ঘর , কেউ যে তার নেই জগতে নেই যে আপন পর । কখনো সে স্বাদ পেলো না কেমন দুধে ভাতে । সারাজীবন কাটিয়ে দেওয়া ভিক্ষা থালা হাতে। কেউ জানে না কোন অভাগী জন্ম দিয়ে গেছে , কোন সমাজের ভয়ে সে মা পথেই ফেলে গেছে । কোন পিশাচের শিকার সে মা কেউ তো জানে না , জন্ম হতে আজো পথে খুঁজে ফেরে মা । কুড়িয়ে পাওয়া জীবন খানি হারিয়ে যেদিন যাবে , আকাশ পাতাল এই ধরাতল কেউ খুঁজে না পাবে ।

পথবাসি
********
শ‍্যামল মন্ডল
০২/১০/২০১৮
**************
সে যে পথের ধারে থাকে
                      পথই যে তার ঘর ,
কেউ যে তার নেই জগতে
                   নেই যে আপন পর ।
কখনো সে স্বাদ পেলো না
                    কেমন দুধে ভাতে ।
সারাজীবন কাটিয়ে দেওয়া
                     ভিক্ষা থালা হাতে।
কেউ জানে না কোন অভাগী
                        জন্ম দিয়ে গেছে ,
কোন সমাজের ভয়ে সে মা
                   পথেই ফেলে গেছে ।
কোন পিশাচের  শিকার সে মা
                   কেউ তো জানে না  ,
জন্ম হতে আজো পথে
                        খুঁজে ফেরে মা ।
কুড়িয়ে পাওয়া জীবন খানি
                হারিয়ে যেদিন যাবে ,
আকাশ পাতাল এই ধরাতল
               কেউ খুঁজে না পাবে ।

Previous
Next Post »