শ্রমিকের দুর্গা পুজা
★★★★★★★★★
শ্যামল মন্ডল
★★★★★★
দূর্গা পুজো আমরা দেখি
ওরা করে কাজ ,
ও সব নিয়ে যতই ভাবি
ততই বাড়ে লাজ ।
বছর বছর আসে পুজো
যায় সে অনায়াসে ,
ওরা শুধু কাজ করে যায়
পয়সা যদি আসে ।
কারখানাতে আনতে ধোঁয়া
করছে লড়াই যারা ,
তাদের খবর কেউ রাখে না
কেমন মনের ধারা।
তাদের মনের নেই ঠিকানা
নেই যে আপন বাসা ,
পরের ঘরে বাস করে যায়
নেই যে ভালবাসা ।
কেউ বা করে ঠিকাদারী
কেউ বা করে চাকরি ,
লক্ষ শ্রমিক তাদের সাথে
মাইনে কানাকড়ি ।
আত্মজনে দিন গুনে যায়
মাসের পরে মাস ,
ফিরলে বাড়ি জমিয়ে রাখা
মিটবে মনের আশ।
তবুও তাদের লড়াই চলে
শিল্প গড়ার কাজে ,
আমরা আছি দুর্গা পুজোয়
নতুন নতুন সাজে ।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)