শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : পয়সা

পয়সা
******
শ‍্যামল মন্ডল
************
০৭/১০/২০১৮
************
সংসার চলছে সং সার বলছে
ভালোবাসা পয়সায় অহরহ দলছে  ,
পরিবার প‍রিজন আত্মীয় স্বজন
পয়সার দেনা ভারে টলছে ।

ধন যার আছে তার ধনপতি
কোষাগার ফুলে ফেঁপে ঢোল ,
ধন হীনে আহারে খুঁজে খায়
বুনো ফল খায় কচু ওল ।

জোর যার মুলুকে চলছে চলবে
গরিবের রক্ত চুষে খাওয়া চলবে ,

সংসারে সঙ সেজে বেচাকেনা দরদামে পুঁজিবাদ সাবধানে ওত পেতে থাকে ,
খেয়ে যায় পুঁজিপতি বাদবাকি সাধারনে চুপচাপ দেখে দেখে ডুবে যায় পাঁকে ।

Previous
Next Post »