শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : আগমনি বার্তা

আগমনি বার্তা
*************
শ‍্যামল মন্ডল
************
০৭/১০/২০১৮
*************
দিঘির জলে পদ্ম শালুক
                           নদীর কূলে কাশ ,
আকাশ পথে তুলোর ভেলা
                    জানায় পুজোর মাস ।
আকাশ কোণে একাদশী চাঁদ
                       মায়ের বোধন বেলা ,
সবার মনে খুশির হাওয়া
                   আসছে পুজোর মেলা ।
গরিব ধনী সব একাকার
                           সাধ‍্য যেমন যার ,
নতুন মনের পরশ দিয়ে
                        খুলবে মনের দ্বার ।
দুর্বা ঘাসে হীরের কণা
                  জ্বলবে ঊষার আলো ,
সেই আলোকে ধুয়ে যাবে
                       মনের যত কালো ।
অসুর নামে কালো ছায়া
                    বিনাশ করার কাজে ,
দূর্গা মায়ের মর্ত‍্যে আসা
                        দশভূজার সাজে ।

Previous
Next Post »