টাকা
*****
শ্যামল মন্ডল
^^^^^^^^^^^^
০৮/১০/২০১৮
**************
টাকা টাকা করছো কেন
টাকার কি আর মূল্য ,
টাকা দিয়ে যায় না কেনা
মনের কিছু তূল্য ।
টাকায় করে আপন পর
টাকায় পুরায় আশ ,
সুযোগ পেলে সেই টাকাতে
ঘটায় সর্বনাশ ।
টাকা দিয়ে রোবট কিনে
ঠেলছো দুরে মানুষ ,
সস্তা দরে বিবেক বেচে
খাচ্ছো নিজের মান-হুশ ।
বস্তা ভরে নিজের ভেবে
রাখছো কিসের টাকা ,
শেষের বেলায় থাকবে শুধু
সাদা কাপড় ঢাকা ।
আমার টাকা তোমার টাকা
কোন টাকা যে কার ,
কায়দা করে তবুও তুমি
জমাও টাকায় ভাঁড় ।
এই পৃথিবী পশু পাখি
সকল জীবের জন্য,
মানুষ তবে কেন বলো
টাকায় কেনে পণ্য ।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)