ওঠো চাষি
*********
শ্যামল মন্ডল
************
২৯/১০/২০১৮
*************
ভোর হোল আর নয়
ওঠো চাষি ভাই ,
মাঠে গিয়ে ধান কেটে
আঁটি বাঁধা চাই ।
মোরগেও ডেকে ডেকে
দিয়ে যায় সাড়া ,
তবু কেন ওঠো না
কেন নেই তাড়া !
যত পারো তাড়াতাড়ি
কেটে নাও ধান ,
মেঘে ঢাকা চারিদিক
আসে যদি বান ।
সব আশা ভেসে যাবে
বৃষ্টির জলে ,
তাই বলি তাড়াতাড়ি
মাঠে যাও চলে ।
গরু করে গোয়ালে
দড়ি টানাটানি ,
পাখি সব গাছে গাছে
করে কানাকানি ।
ভোর হয়ে গেছে তবু
চাষি ওঠে না ,
ওঠো ওঠো ওঠো চাষি
শুয়ে থেক না ।।
©শ্যামল মন্ডল
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)