শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : ঘুম পাড়ানী

ঘুম পাড়ানি
***********
শ‍্যামল মন্ডল
*************
২৯/১০/২০১৮
**************
আয় দেখে যা চাঁদ মামা
                 আয় না  আমার  ঘরে ,
আমার খুকুর ঘুম আসেনা
                        শুধুই খেলা করে ।
রূপকথার ঐ গল্প দিয়ে
                          চোখ জুড়িয়ে যা ,
চুপিচুপি সঙ্গে আনিস
                            চাঁদের বুড়ি মা।
সুতো কাটার চরকা আর
          আলোক রাতের জ‍্যোৎস্না ,
মিষ্টি মধুর হাসি দিয়ে
                          ঘুম পাড়িয়ে যা ।
আয় রে চাঁদ মামা
                       জলদি করে আয় ,
চড়বে আমার খুকু
                     ঘুমের দেশের নায় ।
কাল সকালে জাগবে
                      খেলবে সারা ঘরে ,
করবে সবাই আদর
                    ঘুরবে কোলে চড়ে ।

Previous
Next Post »