কি এসে যায় তাতে
*****************
শ্যামল মন্ডল
************
২১/১০/২০১৮
*************
আঙুল ফুলে হোক না কলা
যন্ত্রণা যাক রোগে ,
বৃক্ষ তরু গুল্ম লতা
সব চলে যাক ভোগে !
হিংসা ছাড়া মানব জাতির
অন্য কর্ম নাই ,
জ্বলুক পুড়ুক ছাই হয়ে যাক
তামাশা দেখুক সবাই ।
উড়ুক সে ছাই আকাশ পানে
সূ্র্য ঢাকুক মেঘে ,
অন্ধকারে লীন হয়ে যাক
অ্যাটম বোমা দেগে ।
ভুগুক সমাজ রোগে শোকে
কি এসে যায় তাতে ,
মরুক না এ মানব জাতি
মরুক জাতে ভাতে ।
কোথায় কাহার ক্ষুধার জ্বালা
কোন বনানী জ্বলে ,
হাজার গতির বুলেট ট্রেন
যুদ্ধ জাহাজ জলে ।
লড়াই চলুক বারুদ জ্বলুক
জ্বলুক মানব হৃদয় ,
ভস্ম গাদায় অশ্ব চলুক
হোক না বিশ্ব লয় ।
নারীর গর্ভ জন্ম প্রমান
অন্ন মায়ের দুধ ,
তপ্তশলা ফুটুক তবু
নারীর নেশায় বুদ ।
ক্রুদ্ধ হয়ে লুব্ধ নজর
হস্তে নারীর হাত ,
ধর্ষণে সে মত্ত মাতাল
চিত্তে পশুর জাত ।
অর্থলোলুপ লোল পিপাসায়
গিলুক গলায় ঢেলে ,
আটকে গেলে ফাটুক গলা
অর্থ যদি মেলে !
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)