স্বাগত হেমন্ত
★★★★★★
শ্যামল মন্ডল
★★★★★★
২১/১০/২০১৮
★★★★★★★
মন খারাপের দিন গুলো বেশ
কাটছে নতুন করে ,
একটা আসে একটা পালায়
মন যে কেমন করে ।
মন উতলা দেয় যে দোলা
হাওয়ায় ভেসে যায় ,
হেমন্ত ঐ আসছে আবার
শিশির মেখে গায় ।
শরৎ গেলে দুর্বাদলে
মেলবে নতুন ডানা ,
শিশির কণায় রঙ ঝরাবে
হীরে মোতির দানা ।
শুকনো নদীর দহের ধারে
গাঙ শালিকের ভির ,
খেজুর গাছে রসের হাড়ি
জমবে পায়েস ক্ষীর ।
বানের জলে ভেসে যাওয়া
জাগবে জমি পলিতে ,
ক্ষেত মজুরে ভরবে জমি
গাঁয়ের সকল দলিতে ।
সব্জী ক্ষেতে সবুজ বাহার
সোনায় রাঙা ধান ,
জুঁই গোলাপে ফুল বাগিচা
বাড়িয়ে দেবে মান ।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)