শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা :পুজোর বাজার

পুজোর বাজার
**************
শ‍্যামল মন্ডল
************
লাগলো হাওয়া সবার মনে
                  বন্ধ নাওয়া খাওয়া ,
পুজো পুজো দুর্গা পুজো
             লাগলো কাশে হাওয়া ।
ধনীর ঘরে কেনাকাটা
           সাজ পোষাকে বাহার ,
গরিব ঘরে ভাবনা শুধু
          কোথায় পাবে আহার ।
শাড়ির দোকান জমছে ভালো    
                     তাঁতীর বাজার মন্দ ,
পথ ভিখিরির শুকনো থালা
                     শুকছে টাকার গন্ধ ।
চাক‍রি থেকে ছাটাই হওয়া
                   লক্ষ বেকার ছেলে ,
কাটছে পুজো কেমন তাদের
                জানবে কাছে গেলে ।
বোনাস না হয় নাই বা হোল
                      মাইনে যদি পেত ,
বেসরকারি কর্মচারীর
                       দুঃখ ঘুচে যেত ।
©শ‍্যামল মন্ডল

Previous
Next Post »