অকর্মণ্য
********
শ্যামল মন্ডল
*************
০৭/১০/২০১৮
*************
নাই নাই নাই রে
কাজ নাই ভাই রে
অনশনে থাকো আর
RUM নাম জপো রে ।
RUM এ RUM ছয়লাপ
বোতলে বন্দি ,
দুই পেগ মেরে দিয়ে
বসে আঁটো ফন্দি ।
আগানে বাগানে
বসে পড়ো ভাগাড়ে ,
দুই চার বন্ধু
নিয়ে যাও যোগাড়ে ।
পেগে পেগ মেরে যাও
পরিবার ভুলে যাও
দিয়ে Tax নগদে ,
সর্ষের ফুল দেখ
চোখের সামনে
থাকবেনা কিছু আর
সত্তার মগজে।
সুখের সংসার
হয়ে যাক ছারখার
যা হোক হবে ,
মাদকে মাদকে
ভরে যাক খাদকে
তাহলেই হবে ।
অলিতে গলিতে
মাতালের ভীড়ে
কেউ এসে বলবে
খাও ভাজা চিড়ে ,
কান্নার মাঝে
শুনতে পারবে
যাও তুমি অভাগা
যক্ষ্মায় ফিরে ।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)