শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : ছোটবেলা

ছোটবেলা
*********
শ‍্যামল মন্ডল
************
২৬/১০/২০১৮
**************
পড়ছে মনে অনেক কথা
                     ভুলবো কেমন করে ,
তেঁতুল গাছে তেঁতুল পাড়া
                       আম কুড়োন ঝড়ে ।
লম্ফ দিয়ে নদীর জলে
                         ঝম্প দিয়ে সাঁতার ,
উঠোন কোণে ছোট বাগান
                        নানা ফুলের বাহার ।
সাত সকালে ইজের পরে
                             বন্ধু মিলে খেলা ,
পড়ার কথা ভুলেই যেতাম
                         গড়িয়ে যেত বেলা ।
পড়তে বসে স্বপ্ন দেখা
                              নিত‍্য দিনে বাঁধা ,
লিখতে গিয়ে লাগতো মনে
                              সবই যেন ধাঁধা ।
মুখস্ত ঠিক আসতো না তাই
                        লিখবো ভাবি শিখে ,
পরীক্ষা তাই সবই দিতাম
                     নিজের ভাষায় লিখে ।
এই তো সেদিন ছোট ছিলাম
                         পাড়তে উঠে জাম ,
গাছের মালিক বলতো এসে
                          জলদি নীচে নাম ।
পড়াশুনায় গোল্লা ছিল
                            মনটি ছিল সাদা ,
বন্ধুরা সব বড় সাহেব
                        আমি হলাম গাধা ।
তোমরা যারা ছোট এখন
                      জোর কদমে পড়ো ,
ফাঁকি দিলে পরবে ফাঁকে
                       বুঝবে হলে বড়ো ।

Previous
Next Post »